তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান দল বাংলাদেশে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন কোচের নামও; তিনি আর কেউ নন, টাইগারদেরই সাবেক কোচ স্টুয়ার্ট ল। আপাতত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্যই তাঁকে নিযুক্ত করা হয়েছে।
🚨 ANNOUNCEMENT 🚨
Stuart Grant Law has been named as the interim head coach of our national team. He has already reached Bangladesh and will step up into the role ahead of the upcoming ODI & T20I series against the @BCBtigers.#AfghanAtalan
More: 👇 https://t.co/Xetep8QDQf— Afghanistan Cricket Board (@ACBofficials) February 19, 2022
২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন দশ মাস। ২০১২ সালে তাঁর অধীনে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ।
এরপর আবারো বাংলাদেশে এসেছিলেন ২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে। তাঁর অধীনে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়াও কাজ করেছেন বিপিএলের দল খুলনা টাইটানসের কোচ হিসেবে। তাই বাংলাদেশ কন্ডিশনে মানিয়ে নেওয়া তাঁর জন্য কঠিন হওয়ার কথা নয় এবং সেই সুযোগই নিতে চাইবে আফগানরা।