২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আফগানিস্তানের কোচের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

- Advertisement -

তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগানিস্তান দল বাংলাদেশে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন কোচের নামও; তিনি আর কেউ নন, টাইগারদেরই সাবেক কোচ স্টুয়ার্ট ল। আপাতত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্যই তাঁকে নিযুক্ত করা হয়েছে।

২০১১ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন দশ মাস। ২০১২ সালে তাঁর অধীনে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলেছিলো বাংলাদেশ।

এরপর আবারো বাংলাদেশে এসেছিলেন ২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে। তাঁর অধীনে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়াও কাজ করেছেন বিপিএলের দল খুলনা টাইটানসের কোচ হিসেবে। তাই বাংলাদেশ কন্ডিশনে মানিয়ে নেওয়া তাঁর জন্য কঠিন হওয়ার কথা নয় এবং সেই সুযোগই নিতে চাইবে আফগানরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img