৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এখন সাকিব

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন সাকিব আল হাসান। মূলপর্বে টাইগাররা কখনো না জিতলেও সাকিব আল হাসান ছিলেন অনন্য। নিজের খেলা ২৭ ম্যাচের ২৬টিতে বোলিং করে বিশ্বসেরা অলরাউন্ডার তুলে নিয়েছিলেন বিপক্ষ দলের ৩৫টি উইকেট।

পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামার আগে শীর্ষে থাকা শহিদ আফ্রিদিকে পেরোতে বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেটের প্রয়োজন ছিল ৫টি। ৫টি উইকেট না পেলেও সাকিব নিজের চার ওভারে চারটি উইকেট তুলে নিয়ে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন শীর্ষ স্থানে। কারণ, আফ্রিদির সমান ৩৯টি উইকেট নিতে সাকিব খেলেছেন মাত্র ২৮টি ম্যাচ; পাকিস্তান তারকার লেগেছিল ৩৪টি।

সাকিব আফ্রিদির চেয়ে এগিয়ে ইকোনমি, এভারেজেও। ২৮ ম্যাচের ২৭টিতেই বোলিং করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চার উইকেট নিয়েছেন তিনবার; বোলিংয়ে ইকোনমিটা মাত্র ৬.৩৮, এভারেজ ১৬.৪১! ৩৯ উইকেট নেয়া আফ্রিদি একটা বিশ্বকাপ কম খেললেও ম্যাচ খেলেছেন সাকিবের চেয়ে ছয়টি বেশী। পুরো ক্যারিয়ারে ৬.৭১ ইকোনমি এবং ২৩.২৫ এভারেজে পাকিস্তান তারকা চার উইকেট নিতে পেরেছেন দুইবার। সেরা বোলিং ফিগার ৪/১১, সাকিবের ৪/৯।

সমসাময়িক বোলারদের মধ্যে সেরা বিশে আছেন শুধুমাত্র দুইজন; ২৫ উইকেট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ২০ উইকেট নিয়ে পনেরোতে ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img