২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

আবারও জিতল চট্টগ্রাম, হেরেও দুইয়ে খুলনা

- Advertisement -

প্লেয়ার্স ড্রাফট থেকে দুই আইকন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে পেয়েছিল জেমকন খুলনা। পরবর্তীতে লটারি ভাগ্যে মাশরাফী বিন মর্ত্তুজাও যোগ দেন খুলনা শিবিরে। মাশরাফীর অন্তর্ভুক্তির পর দল পোক্ত হয়েছে, তবে খুলনা হেরেছে তাদের শেষ দুই ম্যাচেই।

আজ খুলনাকে ২০ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের দলের হয়ে ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন রবিউল ইসলাম রবি। প্রথমে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের অর্ধশতক ও আল-আমিন (৩৬) , নাইম শেখ (৩৬), আকবর আলীর (৩১) ব্যাটে নির্ধারিত ওভার শেষে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জহুরুল ইসলামের অর্ধশতকের পরেও খুলনার ইনিংস থেমেছে ১৫৯ রানে। শামীম পাটোয়ারি ২৪ এবং মাহমুদউল্লাহ ২৩ ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ।

টানা ৪ জয়ে পয়েন্ট টেবিলের তিনে ঢাকা, হেরেও নেট রান রেটে এগিয়ে থেকে দুইয়ে আছে খুলনা।

দিনের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তামিম ইকবালের দলের দেয়া ১৫০ রানের টার্গেট সৌম্য সরকারের ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ৮ বল হাতে রেখেই টপকে যায় মোহাম্মদ মিথুনের দল। লিটন দাসের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া চট্টগ্রামের আরেক ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে এসেছে ৩৯ রান।

বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পোক্ত করল চট্টগ্রাম। ৭ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে তামিমের বরিশাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img