২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

আবারও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান!

- Advertisement -

চলতি মাসের ৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩ জন অতিরিক্ত খেলোয়াড়সহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদদের। দল নিয়ে নিজের বিস্ময়ের কথা লুকোননি দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি; জানিয়েছেন বিশ্বকাপের আগেই চূড়ান্ত দলে আসতে চলেছে পরিবর্তন।

“আমি বিশ্বকাপ দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি। বিশ্বকাপের আগে বেশ কিছু পরিবর্তন নিয়ে পাকিস্তানের দল আবারও ঘোষণা করবে পিসিবি” – ক্রিকেট পাকিস্তানের সাথে সাক্ষাৎকারে আফ্রিদি

মালিক-ওয়াহাব-সরফরাজ-আমির চারজনের কেউই নেই বর্তমান স্কোয়াডে

এর আগে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন পাকিস্তান তারকা। নাম প্রকাশ না করলেও দুই তিনজন খেলোয়াড় কেমনে এই দলে জায়গা পায় তা নিয়ে তুলেছেন প্রশ্ন।

“আমি ভীষণ অবাক হয়েছিলাম পাকিস্তান দলের স্কোয়াড দেখে। দুই তিনজন খেলোয়াড় আছে স্কোয়াডে, তারা কি করে এই দলে জায়গা পেল তা আমি বুঝতে পারছিলাম না।  সেইসাথে, কয়েকটা নামকে দল নির্বাচনে এড়িয়ে যাওয়া হল কিভাবে সেটাও বুঝতে পারিনি”- দল নির্বাচন নিয়ে বলছিলেন আফ্রিদি

ফিরানোর সুযোগ থাকছে আমিরকেও

আফ্রিদির কথা অনুযায়ী শেষ অব্দি বিশ্বকাপ স্কোয়াডে যদি পরিবর্তন আসেই, তাহলে শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজদের সামনেও সুযোগ আছে বিশ্বকাপ খেলার। মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিস পদত্যাগ করায়  ফিরানোর সুযোগ থাকছে মোহাম্মদ আমিরকেও।  শেষ পর্যন্ত কি হয়, সেটা দেখার জন্য ধৈর্য্য ধরতে হবে ১০ অক্টোবর অব্দি; প্রতিটা দলই যে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবেন ১০ তারিখ পর্যন্তই।

বিশ্বকাপে পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি,  শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।

অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img