৫ জানুয়ারি ২০২৫, রবিবার

আবার সেই পন্থ, আহমেদাবাদে চালকের আসনে ভারত

- Advertisement -

আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের সাথে ঝুলে আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আর এশিয়া কাপ। প্রথম ইনিংসে দুইশ তুলতেই অল আউট হয়েছিল ইংল্যান্ড। ভারত দিনশেষ করেছিল ১ উইকেটে ২৪ রান নিয়ে। দ্বিতীয় দিনের ইংল্যান্ডে স্বপ্ন খেই হারিয়েছে পন্থের ব্যাটে, দিনশেষে ৮৯ রানে এগিয়ে ভারত।

দ্বিতীয় দিনের শুরুটা ইংল্যান্ড করেছিল দারুণ। দলীয় শতরানের আগেই ভারত হারিয়েছিল ৪ উইকেট। ঠিক যেন পুরনো ফর্মে নেই কোহলি, আউট হয়েছেন শূন্য রানে। ক্যারিয়ারের দীর্ঘতম সেঞ্চুরির খড়া কাটেতে পারেননি কিন্তু লজ্জার রেকর্ডে বসেছেন ধোনি, সৌরভের পাশে। টেস্টে অধিনায়ক হিসেবে কোহলির ‘ডাক’ ৮টা, ভারতীয় ক্রিকেট ইতিহাসে ধোনির সাথে যৌথভাবে সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলির, সৌরভের সাথে যা সর্বোচ্চ।

কোহলির শূন্য হাতে ফেরার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসন ছুঁয়েছেন ৯০০ উইকেটের গন্ডি। তিন ফরম্যাট মিলিয়ে সিমারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৯৪৯ উইকেট গ্লেন ম্যাকগ্রার, ওয়াসিম আকরাম দ্বিতীয় সর্বোচ্চ, ৯১৬।

অ্যান্ডারসন, স্টোকস, লিচে ফেরার আভাস দিচ্ছিল ইংল্যান্ড। তবে পন্থের ব্যাটিংয়ে সেই আশা রূপ নিয়েছে নিরাশায়। শতক, শুধু শতক না, সাথে ব্যাটিং এপ্রোচ, এগ্রেশন। সবমিলিয়ে পারফেক্ট টেস্ট ব্যাটিং। পন্থকে ভালো সাপোর্ট দিয়েছেন সুন্দর, অপরাজিত আছেন অর্ধশতক করে।

আগামীকাল আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিন, সব যদি ঠিকঠাক থাকে; খেলা যদি মাঠে গড়ায় তবে সম্ভবত এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সুন্দরের সেঞ্চুরি না অ্যান্ডারসনের পাঁচ না অন্যকিছু? অপেক্ষা বাড়ছেই…

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড (১ম ইনিংস): ২০৫

ভারত (১ম ইনিংস): ২৯৪/৭ (পান্থ ১০১, অশ্বিন ১৩, সুন্দর ৬০*,  অ্যান্ডারসন ২০-১১-৪০-৩, স্টোকস ২২-৬-৭৩-২)।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img