এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশকে সিরিজ হারানো যুক্তরাষ্ট্র ক্রিকেটের সবচাইতে বড় অর্জন। দ্বিতীয় ম্যাচে দারুণ স্পেলে দলকে জিতিয়েছেন পেসার আলী খান। ২৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সংবাদ সম্মেলনে আলী বলেছেন, বিশ্বকাপের জন্য তারা মুখিয়ে আছেন।
“আমরা ক্ষুধার্ত। আমরা চেষ্টা করছি যা আমাদের সামনে আসছে তাই খেয়ে ফেলতে। সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি এবং ইউএসএ বিশ্বকাপে থাকবে অঘটন ঘটাতে” – আলী খান
ক্যারিয়ারের অনেকটা সময়ধরেই ইনজুরির সাথে লড়ছেন আলী। বাংলাদেশের বিপক্ষে হলো প্রত্যাবর্তন। বলা যায় স্মরণীয় প্রত্যাবর্তন।
“৩ মাস পর আমি খেললাম। আমার বড় চোট ছিল। মাঝেমধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত অত রান দেই না। প্রথম ম্যাচে আমার মত করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি – বলেছেন আলী
২৫ মে বাংলাদেশ সময় রাত নয়টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। ২৮ মে আবার যুক্তরাষ্ট্রের সাথেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।