২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘আমাদের রদ্রি, যে কিনা একটা কম্পিউটার’

- Advertisement -

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির এ ফুটবলার এতই ভালো খেলেছেন যে ম্যাচ শেষে তাকে কম্পিউটারের সাথে তুলনা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

রদ্রি অ্যাটাকিং থার্ডে ১১টি পাস দিয়েছেন, লম্বা করে বাড়ানো বলের ৬টির ৫টিই ছিল সফল, সব মিলিয়ে বলে স্পর্শ ছিল ১২৯ বার। রক্ষণে ট্যাকল জিতেছেন তিনটির দুটি, বল উদ্ধার করেছেন ১২ বার, এ ছাড়া মুখোমুখি লড়াইয়ে ছিলেন শতভাগ সফল (৬-এ ৬)।

ম্যাচ শেষে রদ্রিকে প্রশংসায় ভাসিয়ে ফুয়েন্তে বলেন, “আমাদের রদ্রি, যে কিনা একটা কম্পিউটার, সবাইকে দিয়ে খেলিয়েছে। সব আবেগ এবং প্রতিটি মুহূর্তেকে সে নিখুঁতভাবে পরিচালিত করেছে, যেটা সবাইকেই বড় সাহায্য করেছে”

প্রথমার্ধের ১৮ মিনিটে রবিন লে নরম্যান্ডের আত্বঘাতী গোলে পিছিয়ে পড়েছিল স্পেন। তারপরও আস্থা হারায়নি স্প্যানিশ ফুটবলাররা। পিছিয়ে পড়ার পর পরিস্থিতি কেমন ছিল সেটা ম্যাচশেষে জানিয়েছেন স্পেনের কোচ।

ফুয়েন্তে বলেন, “গোল হজমের পর, বিশেষ করে আত্মঘাতী গোলের পর কিছুটা সময় নার্ভাসই কাটার কথা। এমনটাই হয়। তবে আমরা দ্রুত নিয়ন্ত্রণ নিতে পেরেছি, ছেলেরাও খেলার ধারাটা পড়তে পেরেছিল। বিরতির সময় আমরা স্থিরই ছিলাম। খেলোয়াড়েরা জানত, তাদের কী করতে হবে”

প্রথমবারের মতো ইউরো খেলতে এসেই বাজিমাত করেছিল জর্জিয়া। তবে শেষ ষোলোর গন্ডি পেরোতে পারল না তারা। কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img