১৫ মার্চ ২০২৫, শনিবার

আমি খুশি, আমাকে ছাড়াই ওরা নিউজিল্যান্ডকে হারিয়েছে: সাকিব

- Advertisement -

নতুন বছরের শুরুতেই এসেছে জয়, সেটাও আবার সাকিব আল হাসান-তামিম ইকবালদের ছাড়াই। বিভিন্ন সময়েই আলোচনা উঠেছে সিনিয়রদের ছাড়া জুনিয়েদের সামর্থ্য নিয়ে। সাকিব আল হাসান মনে করেন এবারে বদলাবে ধারণা। সেইসাথে বিশ্বসেরা অলরাউন্ডার বেশ খুশি তাকে ছাড়াই দল জেতায়। সাকিব মনে করেন এখান থেকেই হতে পারে নতুন এক শুরু।

“আমার মনে হয় না নিউজিল্যান্ডে আমার থাকাটা ততোটাও গুরুত্বপূর্ণ ছিল। আমি ভীষণ খুশি যে ওরা আমাকে ছাড়াই জিতেছে; শুধু আমাকে না, আমাদের ছাড়া। আমার ধারণা, এবার দৃশ্যপট কিছুটা বদলাবে। যারা মনে করত সিনিয়ররা ছাড়া বাংলাদেশ জিততে পারে না, তাদের ধারণায় পরিবর্তন আসবে। যদি নিজেদের দায়িত্বটা পালন করতে পারে, তাহলে এই তরুণরাই দেশকে এগিয়ে নিবে।”- ইএসপিএনক্রিকইনফোকে বলছিলেন সাকিব

বাংলাদেশের এই জয়ে বদলাবে দৃশ্যপট

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টানা পরাজয়ে ব্যর্থ টাইগাররা। সময়টা কোনোদিক থেকেই ভালো যাচ্ছিলো না। সেখান থেকে টাইগারদের এমন জয়ে উচ্ছ্বসিত বিশ্বসেরা অলরাউন্ডার, “২০২১ সালের টানা ব্যর্থতার পর আমরা যেভাবে ঘুরে দাড়িয়েছি তা অবিশ্বাস্যকর। আমি সত্যিই ভীষণ খুশি। এটা খুব সহজ ছিল না। আশা করি, আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে। প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে যাবে।”

সেইসাথে সাকিব মনে করিয়ে দিয়েছেন এক জয়েই বদলে যাবে না সব, “একটা টেস্ট জয়েই সব বদলে যাবে না। তবে বদলানোর সুযোগ নিশ্চিতভাবেই তৈরী করবে। বিসিবিসহ আমরা প্রত্যেকেই যদি নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপেও ভালো করব।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img