নয় বছর আগে অনূর্ধ্ব-১৯ দলে খেললেও নাসুম আহমেদের জাতীয় দলে অভিষেক হয়েছে ২০২১ সালের মার্চে। একমাত্র টি-টোয়েন্টিতেই করেছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব, বাকি দুই ফরম্যাটে এখনো আছেন অভিষেকের অপেক্ষায়। সম্প্রতি বিসিএলেও চারদিনের ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন, হয়েছেন সেরা বোলার। এইমুহুর্তে বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলতে অবস্থান করছেন সিলেটে। সেখানেই অলরাউন্ডারের সাথে আলাপচারিতায় জানালেন সুযোগ পেলে খেলতে চান ওয়ানডে এবং টেস্টেও।
“টেস্ট ক্রিকেট ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি। কারণ, এখানে অনেক সময় বল করা যায়; অনেক সময় বল করতে পারি। ওয়ানডে এখনও খেলিনাই। কালকে খেলব আর কি। প্রধান লক্ষ্য পারফর্ম করা। পারফর্ম করলেই আসলে বাকি দুই ফরম্যাটেও সুযোগটা আসবে। সুযোগ যখন আসবে তখন খেলব ইনশাআল্লাহ” – বলছিলেন নাসুম
বিসিএলে লক্ষ্য ছিল সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া। সেটা না হলেও লংগার ভার্সনের ক্রিকেটটা বেশ উপভোগ করছেন নাসুম, “বিসিএলে লক্ষ্য ছিল সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া। দুর্ভাগ্যবশত হতে পারিনাই। ১৮টা উইকেট পেয়েছি, সেরা বোলারের পুরস্কার পেয়েছি। তবে, আলহামদুলিল্লাহ বেশ উপভোগ করেছি।”
নিজের হোম গ্রাউন্ডে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের খেলা। নাসুম জানালেন তার ভাবনা, “আমি নিজেকে স্টার মনে করতেছি না। আমি মনে করতেছি আমি নাসুম, আমি খেলতেছি আর খেলার মধ্যেই আমার ফোকাস আছে। এটা আমার হোম গ্রাউন্ড, এখানে এই করে ফেলব সেই করে ফেলব এমন কোনো চিন্তা নাই। স্বাভাবিক ক্রিকেটটাই খেলব। লাল বলে চারটা ম্যাচ খেলে আসছি। এখন আবার সাদা বল। প্র্যাকটিসে চেষ্টা করব যাতে আমার জায়গায় চলে আসি।”