২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় রাহুলকে জরিমানা

- Advertisement -

প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলকে। এর সাথে তাঁর নামের পাশে যোগ হয়েছে ১ ‘ডিমেরিট পয়েন্ট’। রাহুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বিধায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন দুজনে

শনিবার চলতি ওভাল টেস্টের তৃতীয় দিন সকালে এই ঘটনা ঘটে। ২য় ইনিংসে ভারতের পক্ষে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি গড়েছিল ৮৩ রানের পার্টনারশিপ। ইনিংসের ৩৪তম ওভারে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের একটি ডেলিভারি রাহুলের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটকিপার জনি বেয়ারস্টোর হাতে।

জোর আপিলের মুখেও মাথা নেড়ে আউট দিতে প্রথমে অসম্মতি জানিয়েছিলেন আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ। তিনি মনে করেছিলেন রাহুলের ব্যাট বলে লাগার আগে লেগেছিল তাঁর পেছনের পায়ে, যার কারনে ওই শব্দের উৎপত্তি। ব্যাটসম্যান রাহুলও বারবার ইঙ্গিত করছিলেন নিজের প্যাডের দিকেই। এমনকি অধিনায়ক জো রুট রিভিউ নেবার পর টিভি ক্যামেরায়ও পরিষ্কার বুঝা যাচ্ছিল না স্নিকোমিটারের দেখা যাওয়া ‘স্পাইক’ এর উৎপত্তিস্থল আসলে কোথায়।

৪৬ রানে ফিরেছেন প্যাভিলিয়নে

তবে থার্ড আম্পায়ার মাইকেল গফ রাহুলকে ‘আউট’ ঘোষণা করেন। ৪৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল, তবে যেতে যেতে অনফিল্ড আম্পায়ারের দিকে তাকিয়ে অসন্তোষে মাথা নাড়তে ও আবারও নিজের পেছনের পায়ের দিকে ইশারা করতে দেখা যায় তাঁকে। এবং তাতেই ঘটেছে বিপত্তি।

জানানো হয়, আইসিসির কোড অফ কনডাক্টের ২.৮ অনুচ্ছেদে বর্ণিত “আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা প্রদর্শন” সংক্রান্ত   আইন ভেঙ্গেছেন রাহুল। এজন্য তাঁকে ম্যাচ ফি’র ১৫% জরিমানা করা হয়েছে ও তাঁর নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img