২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আম্পায়ার নাদির শাহ আর নেই

- Advertisement -

মাত্র ৫৭ বছর বয়সেই ওপারে পাড়ি জমালেন আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ। শুক্রবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে সিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অসুস্থ হয়ে হাসপাতালে নাদির শাহ

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন  নাদির শাহ; অবস্থার অবনতি হলে গত সপ্তাহেই তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করে জানিয়েছিলেন মাঠে ফিরতে আর অপেক্ষার তর সইছে না তার। কিন্তু মাঠে আর ফেরা হলো না। শেষ দুইদিন আইসিইউতে ছিলেন তিনি।

Umpire Nadir Shah hit on the forehead during Dhaka Premier League match
৪০টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি

২০০৬ সালে দেশের মাটিতে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন নাদির। ৪০টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার বাদ জুম্মাহ ধানমন্ডিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img