কয়েকদিন আগেই ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এবার আরও একটি পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে ইন্টার মিয়ামি।
পিএসজি ছেড়ে মিয়ামিতে গত জুলাইয়ে যোগ দেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। সব মিলিয়ে ১৪ ম্যাচে ১১ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। প্রথমবারের মতো মিয়ামিকে জিতিয়েছেন শিরোপা। লিগস কাপের শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টে ১০ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন মেসি।
ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতেছেন ইন্টার মিয়ামি তারকা। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পর বলেছিলেন, তার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এরপর থেকে নিয়মিত ভালো খেলে যাচ্ছেন মেসি। জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটানোর পাশাপাশি মিয়ামির জার্সিতেও করছেন একের পর এক গোল।
শুধু গোল করেই থামেননি মেসি, সতীর্থদের দিয়েও করিয়েছেন বেশ কয়েকটি গোল। তাইতো মেসি না চাইলেও একের পর এক পুরস্কার যোগ হচ্ছে তার শোকেজে।