৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, আলভারেজদের প্রতিপক্ষ হাকিমির মরক্কো

- Advertisement -

প্যারিস অলিম্পিক আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৬ জুলাই। তার দুইদিন আগেই শুরু হয়ে যাচ্ছে ফুটবলের লড়াই। প্রথম দিনেই মাঠে নামছে আর্জেন্টিনা। দুইবারের স্বর্ণজয়ীদের প্রতিপক্ষ মরক্কো। বাংলাদেশ সময় রাত সাতটায় শুরু হবে ম্যাচটি।

অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে প্রতিটি দল এর চেয়ে বেশি বয়সী তিনজন ফুটবলার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে লিওনেল মেসির খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ,  নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই।

অলিম্পিকে ২০০৪ ও ২০০৮ সালে সোনা জিতেছিল আর্জেন্টিনা। এরপর আর সোনা জিততে পারেনি দলটি। স্বর্ণজয়ী সেই দুই দলেই ছিলেন বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হাভিয়ের মাচেরানো। ফিফার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে অলিম্পিক নিয়ে জানিয়েছেন তার প্রত্যাশার কথা।

মাচেরানো বলেন, “এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি”

অলিম্পিকে ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা ও মরক্কো। গ্রুপে অপরদুটি দল ইরাক ও ইউক্রেন।

‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটিই বেশ কঠিন হতে যাচ্ছে। সবশেষ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো আলভারেজদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। এছাড়াও দলটিতে হাকিমির মতো তারকা তো আছেনই তরুণদের উপরও দারুণ কিছুর আশা করছেন সমর্থকরা। সব মিলিয়ে ম্যাচটি বেশ উপভোগ্য হতে যাচ্ছে।

অলিম্পিকে আজ মাঠে নামবে স্পেনও। দিনের অপরম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img