ইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের ম্যানেজার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা। সেপ্টেম্বর মাসের সেরা কোচ হিসেবে নমিনেশন পাওয়া পাঁচজনের মধ্যে শেষ পর্যন্ত জিতেছেন আর্সেনাল বস। হারিয়েছেন পেপ গার্দিওলা, জুর্গেন ক্লপের মতো হেভিওয়েট কোচদের।
Mikel Arteta has won Premier League Manager of the Month for September. ?
Congrats, Mikel! ?#AFC #Arsenal #Arteta pic.twitter.com/CLnuGs0QvB
— AFTV (@AFTVMedia) October 8, 2021
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আর্সেনালের শুরুটা হয়েছিলো দুঃস্বপ্নের মতো। লিগের প্রথম তিন ম্যাচের তিনটিই হেরেছিল গানারসরা। নবাগত ব্রেন্টফোর্ডের কাছে হেরে লিগ শুরু করেছিল আর্সেনাল। চেলসির কাছে হারার পর ম্যানচেস্টার সিটির কাছে লন্ডনের ক্লাবটি গোল খেয়েছিলো ৫টি। আর্সেনালের সমর্থকদের মধ্যে রব উঠেছিল কোচ মিকেল আরতেতাকে বরখাস্ত করার।
পাহাড়সম চাপ নিয়েই সেপ্টেম্বর মাসে আর্সেনাল এবং আরতেতা মাঠে নেমেছিলো। সেই চাপকে আরতেতা শুধু জয়ই করেননি, ওই মাসে প্রিমিয়ার লিগের সেরা ম্যানেজারই হয়েছেন এই কোচ। সেপ্টেম্বরে খেলা তিন ম্যাচের তিন্টিতেই আর্সেনালকে জিতিয়েছেন স্পানিশ কোচ আরতেতা। নরউইচ, বার্নলিকে হারানোর পর শহর প্রতিদ্বন্দী টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছিলো আর্সেনাল।
লিগের প্রথম তিন রাউন্ড শেষে রেলিগেশনের আশেপাশে ঘুরপাক খাওয়া আর্সেনাল সেপ্টেম্বর মাসের ভালো পারফরম্যান্সের পর উঠে এসেছে টেবিলের ১১ নম্বরে। ম্যানেজার অব দ্য মান্থের সম্মান পাওয়ার পর আরতেতা এবং আর্সেনাল লিগের বাঁকী সময়টা ভালো কাটাতে পারলে গানার ফ্যানরা খুশিই হবেন।