২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

আর্সেনালের দুর্দিন কাটছেইনা!

- Advertisement -

আর্সেনালের জন্য ২০২০-২১ মৌসুমে অ্যাস্টন ভিলার সামনে পড়াটা একেবারে কাল হয়ে দাঁড়িয়েছে। শেষ দুই ম্যাচ তাদের জন্য বিষাদময় অধ্যায় যেন। ২৮ বছর পর প্রিমিয়ার লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচে গানারদের হারিয়েছে অ্যাস্টন ভিলা। গেলো নভেম্বরে আর্সনালকে তাদের মাঠেই তিন গোলের জয় নিয়ে ফেরে ভিলা।

এবারতো নিজেদের মাঠে গানারদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয়। শুরুতেই ভুলের মাশুল দিতে হয় অতিথি দলকে। কিক অফের মাত্র ৭৪ সেকেন্ডেই আর্সেনালের সাদ্রিচের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত গতিতে গোলপোস্টের দিকে এগিয়ে যান অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ট্রায়োর৷ পাস দেন ওয়াটকিন্সকে। পায়ে বেশক্ষণ বল রাখেননি। আর্সেনালের হয়ে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ান কিছু বোঝার আগেই জালে বল পাঠিয়ে দেন ওয়াটকিংস।

এরপর ম্যাচের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখেও গোল আদায়ে ব্যর্থ হয়েছে গানাররা। ২৮ মিনিটে সমতায় ফেরার সুযোগও নষ্ট করে আর্সেনাল। গ্রানিত জাকারের ফ্রি-কিক রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। তিন মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ট্রাওরে। শেষ পর্যন্ত ওই এক গোলই ব্যবধান গড়ে দেয়। শেষ পাঁচ গেমের তিনটিতেই হার দেখেছে আর্সেনাল। ভিলার চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দশে আর্সেনাল। ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে অ্যাস্টন ভিলা

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img