২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আর্সেনালের ‘১৪’ বছর, বার্সেলোনার ফুরালো ‘৪’ বছরের অপেক্ষা

- Advertisement -

আর্সেনালের যেন সুদিনই যাচ্ছে! প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে, এবার চ্যাম্পিয়ন্স লিগেও ফুরালো ১৪ বছরের অপেক্ষা। শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকে পোর্তোকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে আর্সেনাল। দুই লেগের ফল ১-১ এ সমতায় থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। তাতেই ১৪ বছর পর শেষ আটে জায়গা করে নিলো ইউরোপের দলটি।

বুধবার দিবাগত রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে পোর্তোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। ম্যাচের ৪১ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দলই গোলের দেখা পায়নি। তবে প্রথম লেগে পোর্তোর কাছে ১-০ গোলে হারের কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার দারুণ দুই সেভে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় গানাররা।

রাতের আরেক ম্যাচে চার বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় ঘরের মাঠে ফিরতি লেগ বার্সার জন্য হয়ে উঠেছিল বাঁচামরার লড়াই। সেই ম্যাচে দারুণ ফুটবল খেলে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৪-২ গোলের ব্যবধানে। বার্সার হয়ে গোলের দেখা পেয়েছেন ফারমিন লোপেজ, জোয়াও কানসেলো এবং রবার্ট লেভানডোভস্কি। নাপোলির হয়ে একমাত্র গোলটি এসেছে সেন্টার ব্যাক আমির রাহমানির পা থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img