সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে বাকিসব দল যখন পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বা না যাওয়ার অজুহাত খুঁজছে, তখন ওয়েস্ট ইন্ডিজ হাঁটলো ভিন্ন পথে। ডিসেম্বরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরে আসার কথা । দ্বীপপুঞ্জটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেই সফরের প্রতিশ্রুতি রক্ষা করার সর্বাত্মক পরিকল্পনাই করছে ওয়েস্ট ইন্ডিজ।
Cricket West Indies (CWI) has said that it plans to fulfil its tour obligations wherever possible, including to #Pakistan in December, the Trinidad Newsday newspaper reported on Friday. https://t.co/fB9dyoH8Vu
— Arab News Pakistan (@arabnewspk) September 24, 2021
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এর প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, ২০১৮ সালে যে নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে পাকিস্তান সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও মহিলা দল, এবারো সেই প্রক্রিয়া অনুসরণ করেই পুরুষ দল পাকিস্তান সফরে যাবে। ত্রিনিদাদ নিউজকে গ্রেভ জানিয়েছেন,
“আমাদের সফরের প্রতিশ্রুতি রক্ষা করাই এখন আমাদের লক্ষ্য। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাধারণতঃ নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে থাকি; ২০১৮ তে যেমনটি করেছিলাম। এবারো আমাদের খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশন দেশটির নিরাপত্তা প্রতিবেদন ও সে সম্পর্কে বিশেষজ্ঞ মতামত যাচাই করবেন এরপর আমরা সে দেশে যাবো”
West Indies are scheduled to play three ODIs and three T20Is in Pakistan#PAKvsWI #wivspak https://t.co/Xzputqh6RE
— India Today Sports (@ITGDsports) September 24, 2021
গত শুক্রবার “নিরাপত্তা ঝুঁকি”র অজুহাতে প্রথম ওয়ানডের দিনই পাকিস্তান সফর বাতিল করে দেশের প্লেনে চড়ে বসে নিউজিল্যান্ড দল। ২০০৯ সালের পর ক্রিকেট বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি যখন একটু একটু করে আবারো উজ্জ্বল হতে শুরু করেছিল, ঠিক তখনই এই ঘটনার স্রোত ক্রিকেট বিশ্বকে আবারো ধাক্কা দিল। সম্প্রতি পাকিস্তানে নিজেদের পুরুষ ও মহিলা দলের সফর বাতিল করেছে ইংল্যান্ড। গুঞ্জন আছে অস্ট্রেলিয়াও অ্যাশেজের পর নিজেদের পাকিস্তান সফর বাতিল করার চিন্তা-ভাবনা করছে। পাকিস্তান যে ক্রিকেট খেলার জন্য নিরাপদ; পাকিস্তানিদের বারবার করে বলা সেই কথাটি যেন আর কেউ বিশ্বাসই করতে চাইছে না।
পাকিস্তান ক্রিকেটের এই অন্ধকার সময়ে ওয়েস্ট ইন্ডিজ যেন আলোকবর্তিকা হাতেই উপস্থিত হলো।