চলতি বছর ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের এবারের আসর। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কোনো শেষ নেই। বিশ্বের সব ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে বিশ্বকাপের এই আসরের পর্দা ওঠার প্রহর গুনছে। এরই মাঝে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির উপস্থিতিতে হয়ে গেল কাতার বিশ্বকাপের ফুটবল উন্মোচন। এবারের ফুটবলের নাম ‘আল রিহলা’।

আরবি এই শব্দটির অর্থ ‘যাত্রা’। মূলত কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য এবং সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিয়েই ফুটবলটির এমন নামকরণ করা হয়েছে। বুধবার লিওনেল মেসি এবং দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিনের উপস্থিতিতে অ্যাডিডাসের প্রস্তুতকৃত বল আল রিহলার কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিয়ে টানা ১৪ বার বিশ্বকাপের ফুটবল তৈরি করল অ্যাডিডাস।
ফিফার দাবি, টুর্নামেন্টের ইতিহাসে আগের আসরগুলোতে এতো দ্রুতগতির বল দিয়ে নাকি খেলা হয়নি আর কখনো। গতির সাথে সাথে ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলেই তারা আশা করছেন। এছাড়াও, আল রিহলাই ফিফা বিশ্বকাপের প্রথম এবং একমাত্র বল, যেটি জলভিত্তিক কালি ও আঠার সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফুটবলের নাম রাখা হয়েছিল ‘টেলস্টার ১৮’।