২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইংলিশদের কপালে চিন্তার ভাঁজ, মাঠের বাইরে রুট

- Advertisement -

অ্যাশেজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টটাও মোটেও ভালো যাচ্ছে না ইংল্যান্ডের দলের জন্য। ব্যাট হাতে প্রতিরোধ গড়তে তো পারছেই না, সেইসাথে ইংলিশ শিবিরে যোগ হয়েছে ইনজুরির হানা। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ইংল্যান্ডের জন্য আরও একটি দুঃসংবাদ! চতুর্থ দিন মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

অ্যাডিলেড ওভালে রোববারের খেলার আগে নেটে ব্যাট করার সময় পেটে আঘাত পান রুট। সাথেসাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় পর্যবেক্ষণের জন্য। তাই, অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শুরুতেই মাঠে নামতে পারেননি তিনি।

“বর্তমানে, ইংল্যান্ডের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে”- ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলছিলেন

তবে, ইংলিশ অধিনায়কের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। আদৌ খেলতে পারবেন কি না সে ব্যাপারেও রয়েছে ধোঁয়াশা। রবিবার, দিনের শুরুতে জো রুটের অনুপস্থিতিতে মাঠে অধিনায়কের ভূমিকা পালন করছেন অলরাউন্ডার বেন স্টোকস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img