২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইংল্যান্ড দলে ফিরলেন মইন আলী

- Advertisement -

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে বৃষ্টি বাধায় প্রথম টেস্ট ড্র হয়েছে। প্রথম টেস্টে একজন পাক্কা অলরাউন্ডারের অভাব ভুগিয়েছে ইংলিশদের। তাই দ্বিতীয় টেস্টের দলে মইন আলীকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রথম টেস্টে একজন পাক্কা অলরাউন্ডারের অভাব ভুগিয়েছে জো রুটদের

প্রথম টেস্টের শেষদিন বৃষ্টির কারনে খেলাই হয়নি, তা না হলে হয়তো বড় ব্যবধানে হারতে পারতো জো রুটের দল। চতুর্থ দিনশেষে এক উইকেটে ৫২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল ভারত, ম্যাচ জিততে ভারতীয়দের দরকার ছিল ৯ উইকেট হাতে রেখে ১৫৭ রান। শেষমেশ বল আর মাঠে গড়ায়নি। ক্রিস ওকস এবং বেন স্টোকসের অনুপস্থিতি দারুন ভুগিয়েছে ইংল্যান্ডকে। তাই স্কোয়াডে মইন আলীর অন্তুর্ভুক্তি ইংলিশ শিবিরে ভারসাম্য আনবে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩৪ বছর বয়সী মইনের রেকর্ড দুর্দান্ত, বিশেষ করে বল হাতে। সাত ম্যাচে নিয়েছেন দুটো ফাইফার। তবে শেষ দুই বছরে মাত্র এক টেস্ট খেলেছেন মইন, সেটাও ভারতের বিপক্ষে। ছয় মাস আগে সেই টেস্ট হয়েছিল চেন্নাইয়ে, এবারে লর্ডসে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে খুব শীঘ্রই যোগ দেবেন মইন।

“ উস্টারশায়ারের স্পিনিং অলরাউন্ডার মইন আলীকে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে অন্তুর্ভুক্ত করা হয়েছে”- মঙ্গলবার এক বিবৃতিতে ইসিবি

ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দল হারলেও মইন ছিলেন দুর্দান্ত

ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সেই টেস্টে আট উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৩। দল হারলেও মইন ছিলেন দুর্দান্ত। ঐ ম্যাচে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে উভয় ইনিংসেই আউট করেছিলেন তিনি। যদিও ইসিবির রোটেশন পলিসির কারনে এরপর আর ম্যাচ খেলেননি। এরপর মইন শুধুই সাদা বলের ক্রিকেট খেলেছেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের উদ্বোধনী আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে অধিনায়কত্বও করেছিলেন মইন আলী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img