২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ইংল্যান্ড নয়, মঈনের চোখে ফেভারিট ভারত এবং অস্ট্রেলিয়া

- Advertisement -

স্বাগতিক পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর রেশ এখনো কাটেনি। বাবর আজমদের বিপক্ষে দারুণ পারফর্ম্যান্সের পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিট মানতে নারাজ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অভিজ্ঞ এই ক্রিকেটারের দৃষ্টিতে শিরোপার দৌড়ে এগিয়ে আয়োজক আস্ট্রেলিয়া এবং ভারত।

“টিম হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী, এটা সত্যি। যেকোনো দলই আমাদের মুখোমুখি হতে ভয় পাবে তবুও আমার ব্যক্তিগত অভিমত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়াই ফেভারিট।“– বলেছেন মঈন আলী

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

নিয়মিত অধিনায়ক জস বাটলারের সাথে বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনকে ছাড়াই পাকিস্তানকে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ এই তিন ক্রিকেটার স্কোয়াডে যোগ দিলে তাদের শক্তি আরও বাড়বে বলেই বিশ্বাস করেন মঈন।

“বিশ্বকাপ দলে আমাদের নিয়মিত স্কোয়াডের সবাইকেই পাচ্ছি। তাই পাকিস্তানের তুলনায় অস্ট্রেলিয়ায় আমাদের দলটা হবে আরও শক্তিশালী। সবশেষ সিরিজ আমরা বাটলার-স্টোকসদের ছাড়াই জিতেছি। যা আমাদের স্কোয়াডের গভীরতাই প্রমাণ করে।“

সব পরিকল্পনা অনুযায়ী চললে ২২ অক্টোবর আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। তার আগেই অবশ্য অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img