আপাতকালীন কোচ মাইকেল ক্যারিক প্রথম পরীক্ষাতেই পাস! গত দুই মৌসুমে তার সাবেক ‘বস’ ওলে গুনার সুলশার যা করতে পারেননি, কালো স্যুট-লাল টাইয়ে প্রথমবার ডাগআউটে দাঁড়িয়ে সেটি করে ফেললেন ক্যারিক; ২০১৮-১৯ মৌসুমের পর আবারো ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পার করালেন। এবং এই যজ্ঞে তাঁকে সাহায্য করলেন তাঁরই সাবেক ‘সতীর্থ’ ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোনালদো আর জেডন সানচোর গোলে ভিয়ারিয়ালকে তাদের মাঠেই ২-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে গেছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে।
🚨 MANCHESTER UNITED QUALIFY FOR THE CHAMPIONS LEAGUE KNOCKOUT STAGE 🚨
A beautiful Cristiano Ronaldo finish and Jadon Sancho's first goal for the club sends them through with a game to spare! 👏 pic.twitter.com/jbxpzuY4m2
— SPORTbible (@sportbible) November 23, 2021
এই ম্যাচের আগে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানেই ছিলো ইউনাইটেড, তবুও তাদের শেষ ষোলো পাকা ছিলোনা। কারণ পেছনে আতালান্তাও ৫ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলো। গ্রুপ পর্বের বৈতরণী নির্বিঘ্নে পার হতে এই ম্যাচে জয় ছাড়া খুব বেশি বিকল্প ছিলোনা ইউনাইটেডের; এর ওপর চোখ রাঙ্গাচ্ছিলো সাম্প্রতিক ফর্ম ও সদ্য প্রধান কোচ বরখাস্ত হওয়ার মানসিক চাপ। তবে সব চাপ উড়ে গেলো এস্তাদিও দে লা সিরামিকার ৯০ মিনিট শেষে।
ক্যারিকের রণকৌশল বাস্তবায়নে প্রথমার্ধে ইউনাইটেড একাদশ কাল নেমেছিলো ব্রুনো ফের্নান্দেজকে ছাড়াই, ‘নাম্বার টেন’ রোলে খেলেছিলেন ওলের আমলে উপেক্ষিত ডনি ফন ডে বিক। খারাপ খেলেননি, তবে প্রথমার্ধে গোল এনে দিতে পারেননি দলকে; রোনালদোর সরাসরি হেডারটিই একমাত্র ভালো সুযোগ হয়ে ছিলো। অপরদিকে ভিয়ারিয়ালের খেলোয়াড়রা পেয়েছিলো বেশকিছু সুযোগ তবে ডেভিড ডে হেয়ার দুর্দান্ত কিপিংয়ে সেগুলো পূর্ণতা পায়নি।
দ্বিতীয়ার্ধে খেলা আরেকটু গুছিয়ে নেয় ইউনাইটেড। ফন ডে বিককে উঠিয়ে ব্রুনো ফের্নান্দেজ ও অ্যান্থনি মার্শিয়ালকে উঠিয়ে মার্কাস র্যাশফোর্ডকে নামানোর পর আক্রমণের ধার বেড়ে যায়। তবুও গোলের দেখা পেতে সময়ই লেগেছে। ৭৮ মিনিটে ডি বক্সের কাছাকাছি একটি বল ফাঁকায় পেয়ে যান রোনালদো, ভিয়ারিয়াল গোলকিপার রুল্লির মাথার ওপর দিয়ে চতুরতার সাথে চিপ করে সেটিকে জালে পাঠিয়ে দেন সিআরসেভেন; এরই সাথে হয়ে যান প্রথম ইংলিশ ক্লাব ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ডের অধিকারী।
Well done @Sanchooo10 @Cristiano good job 🙏💪🌍 pic.twitter.com/Aip6sT4FHZ
— Mohamed Aden (@MoAden23) November 23, 2021
দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজার ঠিক আগে ব্রুনো ফের্নান্দেজের অ্যাসিস্টে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন জেডন সানচো; ইউনাইটেডের হয়ে যেকোন প্রতিযোগিতায় এটি সানচোর প্রথম গোল।