২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইএফএল কাপের ফাইনালে টটেনহ্যাম

- Advertisement -

অবশেষে এক যুগ পর বড় কোন টুর্নামেন্টের শিরোপার ছোঁয়া দূরত্বে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। সবশেষ ২০০৮ সালে ইএফএল কাপে শিরোপা জিতেছিলো জোসে মরিনিওর টটেনহ্যাম। গেল বছর সেমিতে চেলসির কাছে হেরেই ফাইনালে উঠতে পারেনি স্পার্সরা। এবার সেটা হয়নি। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। ইএফএল কাপ বর্তমানে ক্যারাবাও কাপ নামেও পরিচিত।

ম্যাচে লিড নিতে খুব বেশ সময় লাগেনি স্বাগতিকদের। ১২ মিনিটে গোল করেন মিডফিল্ডার মৌসা সিসোকো। গোল খেয়ে  প্রতিরোধ গড়ে তোলে প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে নামা ব্রেন্টফোর্ড। তাই প্রথমার্ধে তাদের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি টটেনহ্যাম।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ। ৬৫ মিনিটে এক গোল করেছিল ব্রেন্টফোর্ড। কিন্তু ভিএআরের সাহায্যে তা বাতিল করে দেন রেফারি।  উল্টো ৫ মিনিট পরই আরো পিছিয়ে পড়ে অতিথিরা। ঝলক দেখান কোরিয়ান স্ট্রাইকার সন হিয়ুং মিন। মাঝ মাঠ থেকে প্রায় একক প্রচেষ্টায় মৌসুমের ১৬ নাম্বার গোলটা করেন। স্কোরলাইন তখন ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রেন্টফোর্ড। এলোমেলো ফুটবল আর ফাউলে ব্যস্ত হয়ে পরেন ফুটবলাররা। ৮৪ মিনিটে তার খেসারতও দিতে হয়। লাল কার্ড দেখেন সিলভা। ফলে ২-০ গোলের জয়ে লম্বা সময় পর শিরোপার খুব কাছে টটেনহ্যাম হটস্পার। ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বি হবে ম্যানইউ-ম্যানসিটি ম্যাচের জয়ী দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img