১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৬৩ রান

- Advertisement -

ইতিহাস গড়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে আর মাত্র ৬৩ রান প্রয়োজন বাংলাদেশের। দ্বিতীয় টেস্টের শেষ দিনে দুই ওপেনারকে হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৩৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ২০ রানে।

রাওয়ালপিন্ডিতে শেষ দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস। সকালে কালো মেঘও ছিল আকাশে। তবে খেলা শুরু হয়েছে যথাসময়ে। কেটে গেছে মেঘও। শেষ দিনের শুরুটাও ভালোই করেছিল বাংলাদেশ।
তবে মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেন ওপেনার জাকির হাসান। এরপরই কিছুটা নড়বড়ে হয়ে যান সাদমান ইসলাম। ১৬তম ওভারে ওভারেই সালমান আলী আঘার কল্যাণে জীবনও পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেনি। পরের ওভারেই খুররম শেহজাদের বলে মিড অনে ক্যাচ তুলেছেন এই ওপেনার। করেছেন ২৪ রান।

দলীয় ৭০ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল। দুই ব্যাটারই শুরুতে আউট হওয়ার শঙ্কা জাগিয়েছেন কয়েকবার। তবে সেটি কাটিয়ে দুজনেই ব্যাটিং করেছেন স্বচ্ছন্দে। প্রথম সেশনে ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img