দিনেশ চান্দিমানের ডাবল সেঞ্চুরি, তবে ব্যবধান গড়ে দিয়েছেন অভিষিক্ত প্রবাথ জয়াসুরিয়া। তার ১২ উইকেট অস্ট্রেলিয়াকে একরকম গুড়িয়েই দিয়েছে। গল টেস্টে অস্ট্রেলিয়া হেরেছে ইনিংস এবং ৩৯ রানে। একই সাথে অজিদের বিপক্ষে লঙ্কানদের ইনিংস ব্যবধানে প্রথম জয় এটি।
আগের দিনই সেঞ্চুরি করেছিলেন, চান্দিমাল তার ইনিংসটাও আরও বড় করলেন। দল পেলো ১৯০ রানের লিড। তবে জয়টা এতো সহজেই আসবে সেটা হয়তো কেউই ভাবেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টের ৫৫৪ রানই শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংস। আগের সেরা ছিল ৫৪৭ রান।
তবে চান্দিমালের ডাবল সেঞ্চুরি আর স্বাগতিক দলের জয় ছাপিয়ে আলোচনায় প্রবাথ জয়াসুরিয়া। দুই ইনিংস সমান ৬, ৬ করে ১২ উইকেট নিয়ে অভিষেকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ শিকারের রেকর্ড গড়লেন তিনি। হয়েছেন ম্যাচেসেরাও।
প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল ১০ উইকেটে; দ্বিতীয় টেস্ট জিতে স্বাগতিক দল সিরিজ শেষ করলো ১-১ সমতায়।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ৩৬৪
শ্রীলঙ্কা (১ম ইনিংস) : ৫৫৪
অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ১৫১ (৪১ ওভার) (লাবুশেন ৩২, খওয়াজা ২৯, ওয়ার্নার ২৪; জয়াসুরিয়া ১৬-২-৫৯-৬, থিকশানা ৫-০-২৮-২, রমেশ ১৫-২-৪৭-২)
ফলাফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৩৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: প্রবাথ জয়াবিক্রমা
ম্যান অব দা সিরিজ: দিনেশ চান্দিমাল