প্রথম দুই ম্যাচে খেলা মাঠে গড়িয়েছে মাত্র দশ ওভার; সেটাও প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে নামা হয়নি মাঠেই। তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। ৮৯ রানেই অলআউট করে দেয় বিরাটনগর ওয়ারিয়র্সকে। ভাইরাহাওয়া জিতলেও তামিমসুলভ ব্যাটিংটা করতে পারেননি দেশসেরা ওপেনার। ১ চার এবং ১ ছয়ে ১৩ বল খেলে করেছেন ১২ রান। চতুর্থ ম্যাচে অধিনায়কের শেষ বলের ছয়ে ড্র হওয়া ম্যাচে তামিমের সংগ্রহ ১৪ রান। পঞ্চম ম্যাচে ফিল্ডিংয়ে তামিমরা; টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিতওয়ান টাইগার্স।
Match day 10: Rescheduled Matches #05 and #06#ClashOfTitans as @ChitwanTigers and @BhwGladiators compete in the first match of the day.@pokhararhinos and @KathmanduKings will #GoForGlory later in the day.
Book your tickets now, only from @PayPrabhu.#eplt20#DareToDream pic.twitter.com/85OEVT84wO
— EPL – Everest Premier League (@eplt20official) October 3, 2021
মূলত নিজেকে যাচাই করতেই তামিমের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই নেপালে দেশসেরা ওপেনার। এখন অব্দি ব্যাটিংটা তামিমসুলভ না হলেও, চিতওয়ান টাইগার্সের বিপক্ষে আজকের ম্যাচে তো দারুণ কিছুর সুযোগ থাকছেই।
এই প্রতিবেদন লিখার সময়ে ব্যাটিং করছে চিতওয়ান টাইগার্স; ৬ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। ১৮ বলে ২৪ রানে ব্যাট করছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ; আরেক আফগান করিম জানাতের সংগ্রহ ১২ বলে ১৫ রান।