বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে নামাই হয়নি মাঠে, প্রথম ম্যাচে ফিল্ডিং করতে পেরেছেন মাত্র দশ ওভার। অবশেষে বুধবার এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) মাঠে গড়ালো তামিম ইকবালের পুরো ম্যাচ। প্রথমে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়েরও সুযোগ পেয়েছেন টাইগার ওপেনার। ১৩ বলে ১২ রানের ইনিংস খেলে জয়ের থেকে দলকে ৩৭ রান দূরে রেখেই ফিরেছেন প্যাভিলিয়নে।
Exceptional display of bowling from #Srilanka star @imDhammika and #AarifSheikh restricts @brt_warriors to 89/10.@BhwGladiators need 90 runs to win. #eplt20#daretodream #gladiatorsVSwarriors pic.twitter.com/RgOrbWb5Ot
— EPL – Everest Premier League (@eplt20official) September 29, 2021
প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। অধিনায়ক যে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তা বোঝা যায় বিরাটনগর ওয়ারিয়ার্সের মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যাওয়াতে। ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন গ্লাডিয়েটর্স; প্রথম উইকেট জুঁটিতেই তুলে ফেলে ২৭ রান, যার ২২ রানই আরেক ওপেনার প্রদীপ আইরের। বরাবরের মতোই দেখেশুনে ইনিংসের শুরু করেন তামিম; নিজের খেলা ৬ নম্বর বলে পান প্রথম বাউন্ডারির দেখা।
৬ষ্ঠ ওভারে প্রথম বাউন্ডারীর দেখা পাওয়া তামিম পরের ওভারের শেষ বলেই হাঁকিয়েছেন ছক্কা। এরপর ইনিংসকে বড় করার চেষ্টা করলেও রামনরেশ গিরির বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেন টাইগার ওপেনার। ১ চার এবং ১ ছয়ে তামিমের সংগ্রহ ১২ রান; খেলেছেন ১৩টি বল। ১৮ বলে ১৮ রানে অপরাজিত আছেন লঙ্কান তারকা উপুল থারাঙ্গা।
বিশ্বকাপ দল ঘোষণা করার আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন, বিসিবিকে জানিয়ে দিয়েছেন খেলছেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেইসাথে অনুমতি চেয়েছিলেন নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই ইপিএলে তামিম। যতোক্ষণ না খেলার মধ্যে আসছেন, ততোক্ষণ যে নিজেকে যাচাই করাটাই কঠিন! শুরুটা ভালো না হলেও, নিজেকে যাচাই করার জন্য তামিমের হাতে আছে আরও ম্যাচ। শনিবার পরবর্তী ম্যাচে মাঠে নামবেন তামিম।