২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

 ইলিয়াস সানিকে ‘কাইল্যা’ বলেছেন সাব্বির

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার ওল্ড ডিওএইচএস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের সময় বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান  মাঠের বাইরে থেকে শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে বর্নবাদমুলক মন্তব্য করেছেন। এ ব্যাপারে সাব্বির রহমানের শাস্তির আবেদনে সিসিডিএমকে চিঠি দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং ওল্ড ডিওএইচএস।  পরবর্তী ম্যাচ খেলতে মাঠে ততক্ষনে উপস্থিত লিজেন্ডস অফ রুপগঞ্জের ক্রিকেটাররা। লিজেন্ডস অফ রুপগঞ্জের ব্যাটসম্যান সাব্বির রহমান মাঠের বাইরে থেকে উপর্যপুরি ইট-পাটকেল  মারতে থাকেন। এমনকি অকথ্য ভাষায় করেন গালাগাল।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

গালাগাল কিংবা ইট-পাটকেল মেরেই থেমে থাকেননি সাব্বির রহমান রুম্মন। উচ্চস্বরে বর্নবাদমুলক ভাষা ব্যবহার করেন সাব্বির। ইলিয়াস সানির প্রতি বর্নবাদ্মুলক আচরণ করে সাব্বির উচ্চস্বরে বলে, “ঐ কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস!” একজন পেশাদার ক্রিকেটারের এমন আচরন শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষের কাছে শাস্তিযোগ্য অপরাধ। তাই তারা সিসিডিএমকে চিঠি দিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img