আন্তর্জাতিক টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরুর আগ পর্যন্ত ছিল কেন উইলিয়ামসনের দখলে (৩৪ ইনিংস)। শনিবার ২৬ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে উইলিয়ামসনকে ছাড়িয়ে গেছেন ডেভন কনওয়ে। তার ৫৮ বলে ৯২ রানে ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড তুলে ২০০ রান।
পুরো বিশ ওভার উইকেটে ছিলেন, তবে সেঞ্চুরি করতে পারেননি। তবে নতুন রেকর্ডে ঠিকই নিজের নাম লিখিয়েছেন এই ব্যাটার। তারচেয়ে চেয়ে কম ইনিংসে ১ হাজার রান করা ব্যাটারের সংখ্যা দুই। ইংল্যান্ডের দাভিদ মালানের সাথে নাম আছে চেক প্রজাতন্ত্রের ক্রিকেটার সাবাউন দাভিজি। দুজনেরই ১ হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করতে লেগেছে ২৪ ইনিংস।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান স্পর্শ করতে লেগেছিলে কনওয়ের সমান ২৬ ইনিংস। বিরাট কোহলির ২৭।
২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১১ রান অল-আউট হয়েছে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো নিউজিল্যান্ড।