ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত, খেলেছেন ৫৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস। তবুও ম্যাচ হেরেছে বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৫ হার। মোহাম্মদ মিঠুন ভাবনা, বাজে ফিল্ডিংয়েই হারতে হয়েছে ম্যাচ।
‘২৭১ লড়াই করার মতো সংগ্রহ। উইকেটও একটু কঠিন। সবাই ডানেডিনে খারাপ ম্যাচের পর ফিরে আসার উপায় খুঁজছিল। অতীত ভুলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা ভালোভাবে ফিরে আসতে চেয়েছি কিন্তু বাজে ফিল্ডিংয়ের মূল্য দিতে হয়েছে।‘
মোহাম্মদ মিঠুন উইকেটকিপার ব্যাটসম্যান। তবে মঙ্গলবার তিনি করেছেন বোলিংও। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে ১৩৫ জন ক্রিকেট, কমপক্ষে ১ ওভার বল করা ক্রিকেটারদের মধ্যে মিঠুন ১০১ নম্বর। হঠাত বোলিং এবং সিরিজের শেষ ম্যাচে টাইগারদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুন।
‘আমি আসলে উইকেটকিপার, তবে নেটে মাঝেমধ্যে বোলিং করি। হ্যা, আগে কিছু ম্যাচে আমি বোলিং করেছি। এবং ভালোও করেছি। এজন্যই অধিনায়ক আমার উপর বিশ্বাস রেখেছে হয়ত। দল হিসেবে আমরা অবশ্যই অন্তত একটি ম্যাচ জিততে চাই। আমরা মনে করি যদি আমরা অন্তত একটি ম্যাচ জিতি, এটি আমাদের জন্য বড় সাফল্য।‘