২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

একদিনের বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছে টাইগাররা

- Advertisement -

একদিনের বিশ্রাম শেষে মঙ্গলবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টির পর দুইদিনের বিরতি পায় দুই দলই, তাই সোমবার বিশ্রামে কাঁটিয়েছে টাইগাররা। বিশ্রামটা কতটা জরুরী ছিল সেটা সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তাতেই জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস।

“বাংলাদেশে এখন বেশ গরম, একদিন পর পর খেলাটা কঠিন এরকম আবহাওয়ায়। এরকম কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটাও সহজ নয়, তাই শরীরের জন্য বিশ্রামটাও ভীষণ প্রয়োজন। ফিটনেসটা ভীষণ জরুরী,  দলের সবাই এখন ফিটনেসের প্রতি অনেক মনোযোগী”- বলছিলেন লিটন দাস

মুশফিক কিপিং করবেন না, তাই বিশ্বকাপে উইকেটের পেছনে দেখা যেতে পারে সোহানকে

একদিন বিরতি শেষে মিরপুরে প্র্যাকটিস করতে দেখা গেছে টাইগারদের। বোলাররা ঘাম ঝড়িয়েছে, ব্যাটসম্যানরাও খুঁজে বেড় করার চেষ্টা করেছে এরকম কঠিন পিচে রান পাওয়ার উপায়। নুরুল হাসান সোহান কিপিং প্র্যাকটিস করেছেন। মুশফিক টি-টোয়েন্টিতে কিপিং করবেন না সেটা সোমবার ম্যাচ শেষেই জানিয়ে দিয়েছেন টাইগার অলরাউন্ডার, তাই ই হয়তো তাকে দেখা যায়নি কিপিং প্র্যাকটিস করতে।

সুযোগের অপেক্ষায় তাসকিন, রুবেল

বুধবার বিকেলে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দুই একদিনে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও। এরকম সময়ে দলে থাকা প্রত্যেকেই চাইবেন পারফর্ম করে একাদশে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে। এজন্যই হয়তো অনুশীলনেও বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে টাইগারদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img