৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

একমাত্র লিটনই তো খেলছিলেন স্বাচ্ছন্দ্যে!

- Advertisement -

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন নাজমুল হাসান শান্ত, ব্যাট হাতে মাঠে প্রবেশ করছেন লিটন দাস। একবার পেছন ফিরে সূর্যটার দিকে তাকালেন লিটন, হয়ত প্রভুর নিকট করলেন ভালো খেলার প্রার্থনা। লিটন ভালো খেলেছেন, একমাত্র তাকেই তো মনে হয়েছে পাকিস্তান বোলারদের বিপরীতে কমফরট্যাবল!

ব্যাট হাতে মাঠে প্রবেশ করছেন লিটন

প্রথম ইনিংসে আট উইকেট তুলে নেয়া সাজিদ খান দ্বিতীয় ইনিংসে বল করতে এসেছেন উনিশ ওভার অতিবাহিত হওয়ার পর। টানা দুই চারে তাকে স্বাগত জানিয়েছেন লিটন, সাজিদের প্রথম ওভারেই এসেছে ১২ রান! লাঞ্চ থেকে ফেরার পর সাজিদের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছেন টাইগার উইকেটকিপার, পরের ওভারে শাহীনকেও করেছেন ফ্লিক।

লিটন পুরো ইনিংসে যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল ব্যাটিং করা কত সহজ! লিটনের ব্যাটে বাংলাদেশ যখন ফিরে পেতে শুরু করেছে স্বস্তি, স্বপ্ন দেখা শুরু করেছে ম্যাচটা বাঁচানোর ঠিক তখনই প্যাভিলিয়নের পথে লিটন। সাজিদের শর্ট বলটাকে স্কয়ার লেগে দাড়ানো ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে দিয়ে লিটন ফিরেছেন ৪৫ রানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img