১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

‘একসময় দেখবেন দেশে আর রেফারি পাবেন না’

- Advertisement -

মানুষ মাত্রই ভুল। ফুটবলে রেফারিরা যখন ভুল করেন তখন এই প্রবাদ দিয়েই হয়তো স্বান্তনা মেলে। কিন্তু অতিরিক্ত বাজে ডিসিশন, ভুল রেফারিং এসব দেখতে দেখতেই অভ্যস্ত বাংলাদেশের ঘরোয়া ফুটবল অনুসরণ করা দর্শকেরা। বার বারই প্রশ্ন উঠে বাংলাদেশের ফুটবলে রেফারির মান নিয়ে। ব্যতিক্রম হয়নি এবারও। এবার তো রেফারি বিতর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আদালতে নেওয়ার হুমকি দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রেফারিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল মোহামেডানও।

তবে সাইফ স্পোর্টিং এর আদালতের নেওয়ার বিষয়টিকে খুব বড় করেও দেখছেন না বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি ও রেফারিজ কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“এটা ক্লাবের আবেগ। অনেক অর্থ ব্যয়ে দল গড়ে কারও ভুলের কারণে ফল না পেলে ক্লাবের ক্ষোভ হতেই পারে। সব অভিযোগের ভিত্তি থাকতে হবে। অভিযোগের স্বপক্ষে ভিডিও থাকা চাই। মানুষমাত্রই ভুল হতে পারে। রেফারিদের কিছু ভুল হয়েছে। তবে ভুল করা চলবে না, এই বার্তা রেফারিদের কঠোরভাবে দেওয়া হয়েছে।”

 

ভবিষ্যতে কেউ রেফারিংয়ে আসবে কিনা তা নিয়ে চিন্তিত সালাম মুর্শেদী।

তবে এভাবে রেফারিদের কাঠগড়ায় উঠাতে থাকলে এবং এভাবে সাসপেন্ড করতে থাকলে ভবিষ্যতে আর রেফারি পাওয়া যাবে কি না তা নিয়েও শঙ্কিত এই সাবেক ফুটবলার। আশ্বাস দেন পরবর্তী সিজন থেকে ভিএআর আনার। তিনি বলেন,“আমি শঙ্কিত। হাল ছেড়ে দিলে একসময় দেখবেন দেশে আর রেফারি পাবেন না। কাউন্সেলিং করে রেফারিদের ভুল কমানোর চেষ্টা চলছে। তবে আশা করি, সামনের বছরের লিগে আমরা ভিএআর প্রযুক্তি আনব।”

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img