অ্যাশেজে প্রথম টেস্টের একাদশে ছিলেন না দুজনের কেউই, দলও হেরেছে নয় উইকেটের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড দিয়েছেন সুখবর; স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন দুজনই থাকছেন ওভাল টেস্টে।
“জিমি ফিট এবং দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুত। সেইসাথে ব্রডও” – বলছিলেন সিলভারউড
প্রথম টেস্ট শুরু হওয়ার আগে আগে ব্রডকে বাদ দিয়ে জ্যাক লিচকে দলে নিয়েছিলেন প্রধান কোচ। সেইব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, “নিশ্চিতভাবেই সে হতাশ কিন্তু সে জানে এটা অনেক লম্বা সিরিজ। ব্রড সময়ের অন্যতম সেরা বোলারদের একজন। তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই তার সাথে আলোচনা করেই নেওয়া হয়। এবং, দলের অন্য সবার মতো সেও প্রস্তুত থাকে সবসময়।”
অ্যাশেজে হারের চেয়েও ইংল্যান্ড কোচকে পীড়া দিচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোটা, “সবচেয়ে কষ্টকর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোটা। কারণ আমরা ফাইনালের লক্ষ্য নিয়েই খেলছি।”