হোটেল কক্ষে শুয়ে সাকিব আল হাসান। তখন সময় সকাল নয়টা। হঠাৎ কিসের যেনো আওয়াজে ঘুম ভেঙ্গে গেলো বিশ্বসেরা অলরাউন্ডারের। চোখ মেলতেই আবিষ্কার করলেন রুমে নেই পর্যাপ্ত আলো, জানালার পর্দাটা সরিয়ে বাইরে তাঁকাতেই বুঝলেন কারণটা। প্রকৃতির মন ভালো নেই, তা দেখে বিষন্নতা নেমে আসলো সাকিবের চোখে মুখেও। একটা হামি তুলে তিনি আবারও শুয়ে পড়লেন।
সাকিবের গল্পটা কল্পনার ছলে বলা হলেও এভাবে শুয়ে বসেই হয়তো দিন পার করেছেন দুই দলের খেলোয়াড়েরা। সারাটাদিন কেটেছে হোটেলে, বৃষ্টির কারণে আসা হয়নি মাঠেই। দ্বিতীয় দিনে ছয় ওভার দুই বল মাঠে গড়ালেও, তৃতীয় দিনে একটা বলও গড়ায়নি। মিরপুরের আকাশে যেই অন্ধকার নেমে এসেছে, তাতে করে আগামী দুইদিনেও খেলা অনুষ্ঠিত হবে কি না সেটাও বলা মুশকিল। যদি হয়ও, ম্যাচের ফল কি ড্র এড়াতে পারবে?
এমন দিনে মনে পড়ে যাচ্ছে একুশ বছর পুরোনো এক ম্যাচের কথা। যেই ম্যাচ পরবর্তীতে বাড়তি লাইমলাইট পেয়েছিল হানসি ক্রনিয়ের ফিক্সিং ঘটনার জন্য। সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের মুখোমুখি সাউথ আফ্রিকা, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নাসের হুসেনের। প্রথম দিনে ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫। এরপর বৃষ্টিতে ভেস্তে গেছে টেস্টের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন।
ম্যাচ তখন ড্র হবে এটা প্রায় নিশ্চিত। এমন সময়ে হানসি ক্রনিয়ে নাসের হুসেনকে দিলেন দারুণ এক অফার, ইংল্যান্ডকে ৭৩ ওভারে করতে হবে ২৭০। ইংলিশ অধিনায়ক রীতিমতো অবাক, অনেক ভেবেচিন্তে ক্রনিয়েকে বললেন, ‘২৫০ কেমন হবে?’ পরবর্তীতে সিদ্ধান্ত গিয়ে পৌঁছাল ইংল্যান্ড যদি রাজি থাকে তাহলে ৭৬ ওভারে তাদের করতে হবে ২৪৫ রান। কিন্তু, প্রথম ইনিংস ডিক্লেয়ার করার আগে পল অ্যাডামস শেষ বলে বাউন্ডারি মারার কারণে লক্ষ্যটা বেড়ে দাঁড়ায় ২৪৯!
প্রথম ইনিংস ডিক্লেয়ারের পর ক্রনিয়ে ম্যাচ রেফারি ব্যারি জার্মেনকে বলেন ইনিংস বাজেয়াপ্ত করার কোনো সুযোগ আছে কি না? ম্যাচ রেফারি জানান শুধুমাত্র দ্বিতীয় ইনিংসই বাজেয়াপ্ত ঘোষণা করা সম্ভব। সেই লক্ষ্যে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছিল শূন্য রানেই, সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস করেছিল বাজেয়াপ্ত। ম্যাচের ফলাফল পেতে মরিয়া হানসি ক্রনিয়ের সিদ্ধান্ত সেদিন বাহবা কুড়িয়েছিল বেশ।
২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে দলকে সামনে এগিয়ে নেয়ার কাজটা করেন অ্যালেক স্টুয়ার্ট-মাইকেল ভন। স্টুয়ার্ট ৭৩ রান করে ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন ভন, করেছেন ৬৯ রান। তারপরেও নিশ্চিত ছিল না জয়, প্রয়োজন ছিল ১৩ বলে ১০ রানের! সেখান থেকে অপরাজিত ৭ রান করে দলকে ‘পাঁচ বল এবং দুই উইকেট’ হাতে রেখেই জয় এনে দেন ইংল্যান্ড দলের বর্তমান কোচ ক্রিস সিলভারউড।
তিনদিন বৃষ্টি হওয়ার পরও ঐ একবারই ম্যাচে ফল পেতে দেখেছে ক্রিকেট বিশ্ব। তিনদিন যাবত বৃষ্টি হচ্ছে মিরপুরেও। একুশ বছরের পুরোনো সেই ইতিহাস নতুন করে মিরপুরে ফিরে না এলেও এমন বৃষ্টিমাখা দিনে কিছু স্মৃতি তো রোমন্থন করাই যায়! সবশেষে এই স্মৃতিগুলোই তো বেঁচে থাকে, ইতিহাস হয়ে…