টানা তিন ম্যাচে হেরে বেজেছে বিদায় ঘন্টা, পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। তবুও সচেতন টিম ম্যানেজমেন্ট, সেরা কম্বিনেশন খুঁজে নিতে মেন ইন গ্রিনদের বিপক্ষেও করতে চায় এক্সপেরিমেন্ট।
“সেরা কম্বিনেশনের খোঁজে শ্রীরাম, কাজটা মোটেও সহজ না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ। বলতে পারেন, এটাই আমাদের জন্য সেরা কম্বিনেশন খুঁজে নেবার শেষ সুযোগ”- বলেছেন অ্যালান ডোনাল্ড
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেখানে কথা বলেছেন বোলারদের নিয়েও, “শেষের দিকে বোলাররা অনেক রান দিয়ে ফেলছে। যা চিন্তার বিষয়। ডেথ বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।“
বিশ্বকাপ দলেও পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। “স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া হয়েছে। হেড কোচ এবং নির্বাচকরাই ঠিক করবেন পরিবর্তন আনা যায় কিনা বিশ্বকাপ দলে।“
বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে সকাল ৮টায় মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান।