এএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না এলিটা কিংসলি। অর্থাৎ আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের হয়ে খেলছেন না নাইজেরিয়ান বংশোদ্ভুত এই ফুটবলার।
বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পরই জাতীয় দলের হয়ে এলিটাকে খেলানোর জন্য ফিফার কাছে তোড়জোড় শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এলিটা নিজেও বাংলাদেশের জার্সিতে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন। ফিফা দায়িত্বটি এএফসির কাছে অর্পণ করলে এএফসির ছাড়পত্রের জন্য শুরু হয় অপেক্ষা। সময়মতোই সেই ছাড়পত্র পাওয়া যাবে এই আশায় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছিল এলিটা কিংসলিকে। দলের সাথে শুরু করেছিলেন অনুশীলনও।
কিন্তু বাফুফের বিশ্বস্ত সূত্র অনুযায়ী, সোমবার (আজ) এ বিষয়ে বাফুফের সাথে সভা শেষে আপাতত সেই ছাড়পত্র এলিটাকে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে এএফসি। এজন্য সাফের মূল দলেও থাকা হচ্ছে না বসুন্ধরা কিংস ফরোয়ার্ডের।