প্রায় পাঁচ বছর আগের কথা, ইয়ান বেল পার্থের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এরপর আর খেলা হয়নি টি-টোয়েন্টির জাকজমকপূর্ণ এই আসরে। অবশেষে আবার বিগ ব্যাশে ফিরছেন বেল, তবে এবারের ভূমিকাটা পুরোপুরি আলাদা। বেল যে ফিরছেন হোবার্ট হারিকেন্সের সহকারি কোচ হয়ে!
“হোবার্টের সাথে যোগ দিতে এবং অ্যাডাম গ্রিফিথের সাথে কাজ করতে মুখিয়ে আছি”- বলছিলেন বেল
ইংল্যান্ড তারকার নিকট বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা লিগগুলোর মধ্যে অন্যতম। তাই, এখানে ফেরার অপেক্ষা যেনো পেরোতেই চাইছে না তার, “কোনো সন্দেহ নেই বিগ ব্যাশ বিশ্বক্রিকেটের অন্যতম সেরা একটি লিগ। এখানে খেলোয়াড় হিসেবে খেলেছি, এবার জলদিই কোচের ভূমিকায় ফিরতে চাই।”
ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্টে ইয়ান বেল করেছেন ৪৩ গড়ে ৭৭২৭; ১৬১টি ওয়ানডেতে ৩৮ গড়ে সংগ্রহ ৫৪১৬ রান। তবে, টি-টোয়েন্টিতে বেশী ম্যাচ খেলা হয়নি তার; ৮ ম্যাচে করেছেন ১৮৮, গড় ২৭।