ইনজুরি যেন পিছু ছাড়ছে না পিএসজির। দুই দিন আগেই দি মারিয়ার দল থেকে ছিটকে যাওয়ার খবরে বার্সেলোনা ভক্তদের মনে কিছুটা স্বস্তি এসেছিলো, কারণ চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে প্রথম লেগে আগামী সপ্তাহে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। তবে পিএসজির জন্য আরেকটি আশঙ্কার খবর এলো এবার। ইনজুরি আক্রান্ত হয়ে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে। ফ্রেঞ্চ কাপে সিয়্যাঁর বিপক্ষে খেলতে নেমে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন তিনি। চার সপ্তাহ হিসেব করলে আগামী ১০ই মার্চে দ্বিতীয় লেগেও বার্সেলোনার মুখোমুখি হতে পারবেন কি না, সে বিষয়েও সন্দেহ আছে।