সময়টা ভালো যাচ্ছে না অলরাউন্ডার সাইফউদ্দিনের। চোটের কারণে দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে, সুযোগ মেলেনি বিপিএলেও। তবে এবার সুযোগ পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী দলের হয়ে। তাই তো দলগত অনুশীলন না থাকলেও নিজেকে প্রমাণের লক্ষ্যে সোমবার মিরপুরে একা একাই অনুশীলন করতে দেখা গেল তাঁকে। তবে দলগত ভাবে সকালে অনুশীলন করতে দেখা গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং সিটি ক্লাব দলের খেলোয়াড়দের। বিকেলে গা গরম করতে মাঠে নামবে তারকা বহুল মোহামেডান।
মুশফিকুর রহিমকে অধিনায়ক করে সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদ-মেহেদি মিরাজ- তাসকিন আহমেদ-সৌম্য সরকারদের নিয়ে শক্তিশালী ও শিরোপাপ্রত্যাশী এক স্কোয়াড বানিয়েছে মোহামেডান। তবে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সাকিব যে ডিপিএল খেলবেন না তা অনুমান করাই যায়। অপরদিকে, লিটন দাশ-নাইম শেখ-সাইফউদ্দিনদের নিয়ে দল গড়েছে ডিপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। প্রান্তিক নওরোজ নাবিল-কাজী অনিক-আল আমিন-খালেদ আহমেদদের নিয়ে তারুণ্যনির্ভর এক দল সাজিয়েছে গাজী গ্রুপ। তবে সিটি ক্লাবে নেই খুব বড় মাপের তারকা ক্রিকেটার।
১৫ মার্চ শুরু হতে যাওয়া ডিপিএলে প্রতিটি দলই খেলাতে পারবে একজন করে বিদেশি ক্রিকেটারকেও। মিরপুর, বিকেএসপি-৩ এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে এবারের প্রিমিয়ার লিগ।