কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিদৃষ্ট সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের দারুন গোলকিপিংয়ে টাইব্রেকারে জয় পায় মেসির দল।
ARGENTINA VS. BRAZIL IN THE COPA AMERICA FINAL.
Messi and Neymar meet again ???? pic.twitter.com/rXTBvikDfi
— B/R Football (@brfootball) July 7, 2021
টানা ১৮ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। এদিকে কোপার ফাইনালে সুপারক্লাসিকো দেখার আশায় থাকা কোটি সমর্থকদের হতাশায় ভোগাতেই মাঠে নামে কলম্বিয়া।
খেলার শুরুতে সমর্থকদের চাওয়ারই জয় হয়, ম্যাচের ৭ মিনিটেই লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে ৩ গোল দেয়া আর্জেন্টিনা নিজেদের কৌশল পালটায় চতুর্থ ম্যাচে এসে, শেষ দুই ম্যাচেই ৭ গোল দেয়া আলবিসেলেস্তারা এদিনও আক্রমণাত্মকভাবেই শুরু করে। হাই প্রেসিং ফুটবলে ম্যাচ শুরু করে গোল পেতে আর্জেন্টিনার সময় লাগে সাত মিনিট।
Messi with the quick assist to Martinez ?
? 4 goals
? 5 assistsMessi is on a tear ? pic.twitter.com/IHk1HUUOiJ
— ESPN FC (@ESPNFC) July 7, 2021
কলম্বিয়ার বক্সের মধ্যেই মেসির পাস লাউতারো মার্তিনেজের পায়ে, আর তাতেই ইন্টার মিলান ফরোয়ার্ডের কোন ভুল হয়নি বল জালে পাঠাতে। গোল খাওয়ার পরের মিনিটেই গোল পেতে পারতো কলম্বিয়া, হুয়ান কুয়ার্দাদোর জোড়ালো শট অ্যাস্টন ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের চমৎকার সেভে গোল বাঁচায় আকাশি-সাদারা।
প্রথম ১০মিনিটের তেজি খেলা অবশ্য পুরো প্রথমার্ধেই বজায় ছিল না, ৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া কলম্বিয়া খেলায় ফেরার সুযোগ পায় প্রথমার্ধ শেষের সাত মিনিট আগে, কুয়ার্দাদোর কর্নার থেকে হেডে গোলের ঠিকানা খোঁজার চেষ্টা করেন এভারটন ডিফেন্ডার ইয়েরি মিনা, মিনার হেড ক্রসবারের ওপর দিইয়ে গেলে কলম্বিয়ার নামের পাশে লেখা হয়নি গোল। বিরতির ঠিক আগে আর্জেন্টিনা সামনেও সুযোগ ছিল স্কোরলাইন ২-০ করার, ডেভিড ওসপিনার দৃঢ়তায় তা এড়ায় কলম্বিয়া।
আর্জেন্টিনা-কলম্বিয়ার সেমিফাইনালের দ্বিতীয়ার্ধকে দুই ভাগে ভাগ করলে প্রথম ২০মিনিট যাবে কলম্বিয়ার খাতায় আর পরের ২০মিনিট শুধুই আর্জেন্টিনার। বিরতির পর মাঠে নেমে আর্জেন্টিনা কিছুটা ছন্নছাড়া হয়ে খেলতে থাকে, সেই সুযোগেই খেলার ঘন্টা পেরোনোর মিনিট দুয়েক পরেই দ্রুত ফ্রি-কিক নেন এডুইন কার্দোনা; আর্জেন্টিনা খেলোয়াড়দের অসতর্কতায় বল গোলে জড়ান পোর্তোতে খেলা উইংগার লুইস ডিয়াজ।
?♂️ This wizard did some mind-blowing things at the @CopaAmerica. What a talent Colombia boast ?@LuisFDiaz19 | @FCFSeleccionCol pic.twitter.com/sLc5v7jDHn
— FIFA.com (@FIFAcom) July 7, 2021
গোল খাওয়ার পর হুঁশ ফেরে আর্জেন্টিনার, ৬৭ মিনিটে ডি-মারিয়ার মাঠে নামার পর থেকেই পরিকল্পিত আক্রমণে উঠতে থাকে আর্জেন্টিনা। ৭৩ মিনিটে দুই দল মিলিয়ে খেলার সবচেয়ে বড় সুযোগ মিস করেন লাউতারো মার্টিনেজ। কলম্বিয়া স্টপার ডেভিড ওসপিনা নিজের বক্সের বাইরে চলেও ফাঁকা গোল পান লাউতারো মার্টিনেজ। ডি-মারিয়ার পাস থেকে লাউতারোর দুর্বল শট গোললাইনে ক্লিয়ার করেন ইয়ারি মিনা।
আর্জেন্টিনা সুযোগ পেয়েছিলো আরও গোটা কয়েক, মেসি আর ডি-মারিয়াকে ঘিরে তৈরি হওয়া সেই সুযোগগুলোও লাগানী যায়নি কাজে। খেলার শেষ হওয়ার ১০মিনিট আগে মেসির শট বারে লেগে ফির আসে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪মিনিটও আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
Argentina ? Colombia is headed to a shootout ? pic.twitter.com/NqXUOC5VlJ
— Goal (@goal) July 7, 2021
টাইব্রেকারে দুইদলই প্রথম শট গোলে পরিণত করলেও দ্বিতীয় শটে গোল মিস করে দুই দলই। কলম্বিয়ার দ্বিতীয় শট নিতে আসা ডেভিনন সানচেজের শট মার্তিনেজ আটকিয়ে দেয়, তৃতীয় শটে ইয়েরি মিনার শটও আটকান আর্জেন্টাইন গোলকিপার। টাইব্রেকারের শেষটি সহ মোট ৩টি বল আটকান মার্তিনেজ। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
Emiliano Martinez received his first Argentina cap last month.
After making THREE shootout saves in the Copa America semi-final, he's their Superman. pic.twitter.com/IXj1VcTNur
— Goal (@goal) July 7, 2021