২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

এলপিএলের শুরুতেই খরুচে শরীফুল

- Advertisement -

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) চলমান আসরে শরীফুল ইসলামের প্রথম ম্যাচ। ইনিংসের দ্বিতীয় ওভারেই টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম ওভারে হতাশ করলেন শরীফুল, দিলেন ১২ রান। কিন্তু টাইগার এ পেসারের উপর থেকে আস্থা হারাননি ক্যান্ডি ফ্যালকনস অধিনায়ক। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে ভয়ংকর হয়ে ওঠা রহমানউল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নের পথ ধরালেন শরীফুল।

প্রথম ওভারে ১২ রান খরচ করা শরীফুল দ্বিতীয় ওভারে একটি উইকেট নিলেও দিয়েছেন ১১ রান। অবশ্য সেই ওভারে গ্লেন ফিলিপসকে দুইটি দারুণ ডেলিভারিতে ভড়কে দিয়েছিলেন বাঁহাতি এ পেসার। প্রথম দুই ওভার শেষে ২৩ রানে শরীফুলের শিকার ১ উইকেট।

এরপর ১৬তম ওভারে আবারও শরীফুলকে আক্রমণে আনেন হাসারাঙ্গা। নিজের দ্বিতীয় স্পেলে এসে খুব একটা হতাশ করেননি টাইগার পেসার। কোনো উইকেট নিতে না পারলেও দিয়েছেন মাত্র ৭ রান, হজম করেননি কোনো বাউন্ডারি।

পরের ওভারে আক্রমণে এসে দিমুথ করুণারত্নের উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন শরীফুল। টাইগার এ পেসারের ওভার থেকে ১৩ রান তোলে কলম্বো স্ট্রাইকার্স। সব মিলিয়ে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন শরীফুল।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে কলম্বো। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৩ বলে ৭ রান করেছেন তাসকিন আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img