২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

এল মুন্দোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বার্সেলোনা!

- Advertisement -

স্প্যানিশ পত্রিকা এল মুন্দো মেসির পারিশ্রমিক চুক্তি ফাঁস করে বেশ আলোড়ন তৈরী করেছে। বলা হচ্ছে বিশ্বের কোন স্পোর্টসম্যান এতো পারিশ্রমিক কখনো পায়নি, যেটা বার্সা তারকা মেসি গেল চার বছরের জন্য চুক্তি করেছিলেন। পত্রিকায় ফাঁস হওয়া গোপন নথি বলছে মেসি ২০১৭ থেকে ২০২১’র জুন পর্যন্ত ৫৫৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করেছিলেন। টাকায় এর পরিমাণ হচ্ছে প্রায় ৭ হাজার ৫০০ কোটি ।

অবশ্য এই চুক্তির বিষয়টি অস্বীকার করছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। এই খবরের কোন ভিত্তি নেই বলেও জানিয়েছে তারা। বলেছে “এমন খবরের কোন সত্যতা নেই। আমরা এল মুন্দো পত্রিকার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি”

জুনেই বার্সেলোনার সাথে চুক্তি শেষ হচ্ছে মেসির। এরপর হয়তো এই ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানবেন শুনা যাচ্ছে। কোন ট্রান্সফার ফি ছাড়াই এই দামি ফুটবলারক নিতে পারার দরজাটাও খোলা রয়েছে। বার্সার জার্সিতে ৬৫০ গোল করেছেন মেসি। বার্সেলোনায় লম্বা জার্নিতে এ পর্যন্ত ১০টি লা লিগা শিরোপা, চার বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, ৬ বার ফিফা সেরা ফুটবলারও হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img