এই রাত যেনো করিম বেনজেমার স্বপ্নের মতো রাত৷ তার হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইনকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধান জয় পেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন।
সান্তিয়াগো বার্নাবুতে স্বাভাবিকভাবেই দুই দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিলো৷ পিএসজির শুরুর একাদশে অনুমেয়ভাবেই ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ত্রয়ী। প্রথম লেগের মতো এই ম্যাচেও পিএসজি হয়ে ঝলক দেখান প্যারিস তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হওয়ার ৬ মিনিট আগে ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার জুনিয়রের অ্যাসিস্টে দলকে দুর্দান্ত এক শটে লিড এনে দেন এই ফরোয়ার্ড।
৬১ মিনিটে পিএসজির ইতালিয়ান গোলকিপার ডোনারুম্মার করা বাচ্চাসুলভ ভুলের সুযোগ নেয় রিয়াল মাদ্রিদ৷ ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের সহায়তায় রিয়ালকে ম্যাচে ফেরান প্যারিস স্ট্রাইকার করিম বেনজেমা৷
৭৬ মিনিটে ডি-বক্সে ভিনিসিয়াস দেখান অসাধারণ নৈপুণ্যে। তার অসাধারণ এক পাস থেকে পাওয়া বল লুকা মদ্রিচ তুলে দেন বেনজেমার পায়ে৷ আর সেখান থেকেই দুর্দান্ত এক টিম ওয়ার্কের ফসল হিসেবে দ্বিতীয় গোল পায় স্বাগতিক মাদ্রিদ।
বেনজেমার দ্বিতীয় গোলের পর দুই লেগ মিলিয়ে দুই দলের গোল তখন ২-২। ঘটতে পারে যেকোনো কিছুই৷ কোয়ার্টারের টিকিট কাটতে পারে যে কোনো দল। পিছিয়ে পড়া মাদ্রিদেরও আছে সুযোগ। হলোও তাই৷ দ্বিতীয় গোলের দুই মিনিট পরেই আবারো মাদ্রিদের তার ত্রানকর্তা বেনজেমা-ভিনিসিয়াস৷ ৭৮ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা৷ নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনালের টিকিট।
দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে চলে যায় রিয়াল মাদ্রিদ আর মহাতারকা সম্পন্ন পিএসজির পুড়েছে কপাল।