৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ওপেনিংয়ে নেমে মিঠুন-মিজানুরের সেঞ্চুরি

- Advertisement -

চট্টগ্রামে ওয়ালটন মধ্যাঞ্চল এবং বিসিবি দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচে ইনিংসের শুরু করতে নেমে শতক তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। সানজামুল ইসলামের বলে ডিপ একস্ট্রা কাভারে বলটাকে ঠেলে দিয়ে এক নিয়েই পূরণ করেছেন নিজের শতক।

টসে জিতে প্রথমে বিসিবি দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় মধ্যাঞ্চল অধিনায়ক মিঠুন; দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস থামে ২১৯ রানেই। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬১ রানে দিন শেষ করেন দুই ওপেনার মোহাম্মদ মিঠুন-মিজানুর রহমান। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শতক তুলে নেন দুই ওপেনার। মিঠুনকে যোগ্য সঙ্গ দেওয়া মিজানুর তানভির হায়দারকে ছক্কা হাঁকিয়ে নিজের শতক পূরণ করেছেন।

এই প্রতিবেদন লিখা অব্দি মধ্যাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ২১৯ রান। ১১৪* রানে অপরাজিত আছেন মিঠুন, মিজানুরের সংগ্রহ ১০১*।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img