আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে যেন রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছে টাইগাররা। প্রথম দুই ওয়ানডেতে সব রেকর্ড ব্যাটাররা গড়লেও, বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে এক দারুণ রেকর্ড গড়েছে বাংলাদেশের পেসাররা। তা হলো নিজেদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের সব উইকেটই নিয়েছে বাংলাদেশের পেসাররা। তবে এর আগে ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মোট ১৫৩ বার।
সিলেটে সিরিজের তৃতীয় ওয়ানডেতেই আইরিশ ব্যাটারদের চাপে রেখেছিল বাংলাদেশের পেসাররা। সুইংয়ের পাশাপাশি খুব দারুণভাবেই লাইন-লেন্থ ম্যানেজ করে বোলিং করছিল তারা। তাদের এমন দারুণ বোলিংয়ের কারণেই মাত্র ১০১ রান অলআউট হয় আইরিশরা।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৮ ওভার এক বলে ৩২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এছাড়াও নিজের ১০ ওভার পূরণ করে মোট ২৬ রান দিয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট। আরেক পেসার এবাদত হোসেন নিয়েছেন ২ উইকেট।