৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

- Advertisement -

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়া নারী দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অজিরা ম্যাচ জিতেছে ৭৭ রানের ব্যবধানে। বাংলাদেশ তুলেছে মোটে ৭৮ রান।

মিরপুরে অজিদের দেয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মতোই ধুঁকতে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। ৩৬ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ম্যাচ হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। অজিদের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় টায়লা ভ্লেমিক নেন তিন উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক এলিসা হিলির ২৯ বলে ৪৫ এবং তাহিলা ম্যাকগ্রেথের ২৯ বলে অপরাজিত ৪৩ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে অজিরা তোলে ১৫৫ রান। বাংলাদেশের হয়ে ৩১ রানে তিন উইকেট নেন নাহিদা সুলতানা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img