২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের

- Advertisement -

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না টাইগার এ পেসারের।

ইবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেছে জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ইবাদত। তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তা আর হচ্ছে না। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

গত বছরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন ইবাদত। যার কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। দুই টুর্নামেন্টেই ডানহাতি এ পেসারের অভাব বেশ ভালভাবেই টের পেয়েছে বাংলাদেশ। মিডল ওভারে দারুন কার্যকরী ইবাদত। গত কয়েক বছরে অনেক উন্নতি করে টাইগার স্কোয়াডে আস্থার নামে পরিণত হয়েছিলেন তিনি।

গত বছর লন্ডন থেকে অস্ত্রোপচার করে এসেছেন ইবাদত। অস্ত্রোপাচারের পর থেকে পুনর্বাসনে আছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img