প্রায় ৫ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম্যান্স করে শীর্ষস্থানে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
২০১৭ সালের ৭মে রশিদ খানকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডের র্যাঙ্কিংয়ের ১ নম্বরে ওঠেন সাকিব। এরপর টানা ১৭৩৯ দিন ছিলেন শীর্ষে। সাকিবের চেয়ে বেশি টানা এতদিন ধরে ১ নম্বরে থাকতে পারেননি আর কেউ। অবশেষে নিজের সম্পত্তি বানিয়ে ফেলা শীর্ষস্থান হারাতে হলো তাকে।
শীর্ষে ওঠা নবির রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
শীর্ষে ওঠার মধ্য দিয়ে একটি রেকর্ডের মালিকও হয়েছেন নবি। ৩৯ বছর ৪৪ দিনের মাথায় ওয়ানডে অলরাউন্ডের ১ নম্বরে উঠেছেন আফগান অলরাউন্ডার। তার চেয়ে বেশি বয়সে ৫০ ওভারের ফরম্যাটে অলরাউন্ডদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেনি আর কেউ।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সবশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন দর্শকের ভূমিকায়। বিপিএলের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই সাকিব।
ওয়ানডেতে বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন কেশব মহারাজ। ২ নম্বরে আছেন জশ হ্যাজলউড। তিনে আছেন অ্যাডাম জাম্পা।