৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না কোয়েৎজা

- Advertisement -

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে পারবেন না জেরাল্ড কোয়েৎজা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন সাউথ আফ্রিকার এ পেসার।

এমএলসিতে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলেছেন কোয়েৎজা। দেশে ফিরে সাউথ আফ্রিকার মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নেবেন তিনি।

কোয়েৎজার পরিবর্তে প্রোটিয়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন মিগায়েল প্রিটোরিয়াস। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। এর আগে ২০২০ সালে শ্রীলঙ্কা সিরিজে ডাক পেলেও টেস্টে এখনো অভিষেক হয়নি এ পেসারের। চার বছর পর আবারও প্রোটিয়া টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৪ ম্যাচ খেলে ১৮৮টি উইকেট শিকার করেছেন প্রিটোরিয়াস। ২৩ উইকেট নিয়ে চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার প্রোটিয়া এ পেসার।

আগামী ৭ আগস্ট দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল।

সাউথ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথিউ ব্রেটজকি, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পেয়িডট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, মিগায়েল প্রিটোরিয়াস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img